AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত মৌমি



কোটচাঁদপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত মৌমি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন তাসকিয়া তাহসিন মৌমি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘পিবিজিএসআই (বৃত্তি) স্কিম’-এর আওতায় যশোর বোর্ডের মধ্যে মূল্যায়নের ভিত্তিতে এ বছর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হন তিনি।

তাসকিয়া তাহসিন মৌমি কোটচাঁদপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীর কন্যা। তিনি ২০২৪ সালে কোটচাঁদপুর সরকারি মোশাররফ হোসেন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং উজ্জ্বল ফলাফল করেন। সেই ফলাফলের ভিত্তিতেই তাকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করা হয়।

জানা যায়, এই মূল্যায়ন কাজটি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা। শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় মৌমি এককালীন ২৫ হাজার টাকা প্রাপ্ত হবেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন।

এই অর্জনে আনন্দিত মৌমি বলেন, “আমার অর্জনে সবাই খুশি হয়েছেন। আমি চাই এই সাফল্যকে ধরে রেখে সামনে আরও ভালো করতে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

মৌমির এই সাফল্যে কলেজের শিক্ষক, পিতা-মাতা ও সহপাঠীরা তাকে শুভকামনা জানিয়েছেন। কোটচাঁদপুর সরকারি মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. মো. শেখ আমান উল্লাহ বলেন, “মৌমির এই অর্জনে আমরা গর্বিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

পিতা ইসহাক আলী বলেন, “মেয়ের এই অর্জনে আমি অত্যন্ত গর্বিত। আমি চাই, সে যেন এই সফলতাকে পুঁজি করে আরও এগিয়ে যায়।”

সহপাঠীরা জানান, মৌমির এই অর্জন কোটচাঁদপুর উপজেলার সব শিক্ষার্থীর জন্য একটি অনুপ্রেরণা। তারা বিশ্বাস করেন, এ সাফল্য নতুন প্রজন্মকে আরও উৎসাহিত করবে।

তাসকিয়া তাহসিন মৌমিকে একুশে সংবাদ.কমের  পক্ষে থেকে শুভকামনা রইল ।

 

একুশে সংবাদ/ ঝি.প্র/এ.জে

Link copied!