মাগুরার শালিখা উপজেলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বনি আমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, ইউপি চেয়ারম্যান হোসাইন শিকদার ও আরজ আলী বিশ্বাস।
রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মো. নায়েব আলী বিশ্বাস।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সুদের কারবার, তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠা ‘ফ্রি ফায়ার’ গেমের নেতিবাচক প্রভাব, বিভিন্ন সড়কে স্পিড ব্রেকারের অনিয়ম এবং অবৈধভাবে মাটি কাটার মতো নানা সমস্যার ওপর আলোচনা করা হয়।
সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকলের সম্মিলিত উদ্যোগ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ/ মা.প্র/এ.জে