বরিশাল জেলার উজিরপুরে ‘দেশীয় মাছ সংরক্ষণ করলে খাদ্য অর্থ পুষ্টি মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশীয় মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৮ মে ) গুঠিয়া ইউনিয়নের দাসেরহাট গ্রামে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ কুমার নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. লাভলু চাপরাশি, জেড এ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. হানিফ হাওলাদার, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আজাহার আলী খান, গুঠিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবু সালেহ, ইউপি সদস্য মো. রেজাউল করিম খান, মো. শহীদ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ দেশীয় প্রজাতির মাছ, শামুক নিধন থেকে বিরত থেকে, মাছ সংরক্ষণ করাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
একুশে সংবাদ/ ব.প্র/এ.জে