মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সব ধরণের মাদক-ইয়াবা এবং পতিতার আস্তানা উচ্ছেদসহ মাদক কেনাবেচায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে রবিবার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরের সর্বস্তরের জনতার উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টায় শহরের সোনার বাংলা রোড থেকে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল শুরু করে স্টেশন রোড প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ রেল কলোনী, সোনার বাংলা রোড, আরামবাগ, দক্ষিণ ভাড়াউড়াসহ উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে মাদক-ইয়াবা বেচাকেনা এবং পতিতাদের আনাগোনা লক্ষ্য করা গেছে।
ইতোমধ্যে স্থানীয়রা এবং যুবকদের সহায়তায় শাপলাবাগ এলাকার মাদক ব্যবসায়ী শাহিদা বেগম এবং সোনার বাংলা রোডের মাদক সম্রাট স্বপন এবং বীরাঙ্গনা আনোয়ারা বেগমের বসতঘর থেকে পুলিশ অভিযান চালিয়ে মাদক-ইয়াবা বিক্রির নগদ কয়েক লাখ টাকা, ইয়াবা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। কিন্তু মাদকের গডফাদার স্বপন গং এবং পতিতার গডফাদারকে গ্রেপ্তার করতে পারেনি।
এলাকাবাসী হাতেনাতে অপরাধীদের পুলিশের হাতে তুলে দিলে কিছুদিন পর তারা জামিনে বেরিয়ে এসে প্রতিবাদকারীদের উলটো হুমকি ও নানাভাবে হেনস্তা করে। দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে মাদক ও পতিতার ব্যবসা চালিয়ে গেলেও প্রশাসন তাদের উচ্ছেদ করছে না; ‘মাদক ব্যবসায়ী ও পতিতাদের ক্ষমতার খুঁটির জোর কোথায়’ আমরা জানতে চাই! মানববন্ধন থেকে প্রশাসনকে জানাতে চাই, দ্রুত শহরের চিহ্নিত পতিতা ও মাদকের সকল আস্তানা উচ্ছেদ করে মাদক কেনাবেচা বন্ধে কঠোর পদক্ষেপ নিন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা।
কর্মসূচিতে উপস্থিত থেকে একাত্মতা পোষণ করেন শহরের সর্বস্তরের ব্যবসায়ী, স্কুল-মাদরাসার শিক্ষক, আলেম-উলামা, ইমাম প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম শ্রীমঙ্গলের নেতা মাওলানা এম এ এ রহিম নোমানী, বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে টিম ডায়নামিক ও কালিঘাট রোড স্পোর্টস একাডেমির উপদেষ্টা ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ বলেন, যেকোনো পরিবার ও সমাজের জন্য মাদক হুমকি স্বরূপ। মাদকের করাল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের পথে। মাদকাসক্তি সমাজে অপরাধ প্রবণতা বাড়ানোসহ শৃঙ্খলা নষ্ট করে। পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। শহরের অলিগলি ও পাড়া-মহল্লায় আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও কিশোর মাদকাসক্তের সংখ্যা। শহরে মাদকাসক্তি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা না গেলে তা সমাজে ভয়ংকর রূপ ধারণ করবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যুক্ত হন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মাদক-ইয়াবা ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে শাপলাবাগ রেল কলোনী ও সোনার বাংলা রোড থেকে নারী মাদক ব্যবসায়ীসহ বেশ কযেকজন মাদক-ইয়াবা কারবারিকে আমরা গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। সব ধরনের মাদক এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/ মৌ.প্র/এ.জে