বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “ধানের শীষের প্রার্থীকে জয়ী করতেই হবে। দেশনেত্রী খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য আমাদের সংগঠনকে আগে সুসংগঠিত করতে হবে। ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের সঙ্গে থেকে বিএনপিকে শক্তিশালী করতে হবে।”
শনিবার (১৭ মে) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড (লখাইরচর) বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান আরও বলেন, “পতিত ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেছে। এখন দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছে। গত ১৫–১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছেন, আমরা তার প্রতিশোধ নেইনি এবং নিবও না। অতীতের নির্যাতন ভুলে গিয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। তবে কেউ যদি ভবিষ্যতেও বাড়াবাড়ি করে, তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
তিনি আরও জানান, “বর্তমান সরকার খুব শিগগিরই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।”
সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস।প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওলিয়ার রহমান মুন্সী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরাদ মল্লিক।
সম্মেলনে আরও বক্তব্য দেন:উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সী, ফিরোজ মৃধা, ফরিদ আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাহিনুর রহমান মুন্সী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. হেলালউদ্দীন বালা মুন্সী, সমাজসেবী আব্দুর রাজ্জাক মাতুব্বর, আব্দুল ওয়াহাব মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মৃনাল মাতুব্বর ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, যাদের মধ্যে উল্লেখযোগ্য: মো. শামচু মিয়া, রুস্তম মোল্লা, মোহাম্মদ টুকু মোল্লা, সাহিদ সরদার, মতিউর রহমান স্বপন, শরিফুল রোমান, মো. ইকরাম হোসেন, আওলাদ হোসেন, আবু সাঈদ খান, আসাদ শিকদার, মাহফুজ হাসান, কামরুজ্জামান স্বপন, মো. সাইফুজ্জামান লিটন, মো. জোবায়ের মাতুব্বর, মো. আশিক মুন্সী, মো. শাকিল শরীফ, হাবিবুর রহমান অন্তর, মো. মহসিন মোল্লা, সাকিবুর রহমান দীপু প্রমুখ।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে