AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মিছিল সমাবেশ


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৩:৫০ পিএম, ১৮ মে, ২০২৫

সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মিছিল সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তর ও শাস্তির দাবিতে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র দ‌লের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (১৮ মে) দুপুরে শহরের সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপার্থী রোমান আলীফসহ সভাপতি জেলা ছাত্রদল, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বপন শেখ, সভাপতি পদপার্থী জহুরুল ইসলাম, সভাপতি পদপার্থী এস এম জুয়েল রানা, সধারণ সম্পাদক পদপার্থী  মারুফসহ অন্যান্য সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য দুর্বৃত্তের ছুরির আঘাতে নিহত হয়েছেন। এ ঘটনাটি খুবই ন্যক্কারজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন।

 

একুশে সংবাদ/ সি.প্র/এ.জে

Link copied!