AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুর উপজেলা উন্নয়ন কমিটি গঠন



মিরপুর উপজেলা উন্নয়ন কমিটি গঠন

কুষ্টিয়া মিরপুর উপজেলা উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৮ মে) সকালে মিরপুর প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা নজরুল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান, জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী, মিরপুর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম, নায়েবে আমির শাহ মামুন, জাতীয় পার্টি কাজী (জাফর) উপজেলা সাধারণ সম্পাদক, শাহাবুল ইসলামসহ উপজেলা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্কুল কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভার সিদ্ধান্তক্রমে ও সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে মিরপুর উপজেলা উন্নয়ন কমিটি নামে একটি কমিটি গঠন করা হয়। এতে রহমত আলী রব্বানকে সভাপতি ও শাহ আক্তার মামুনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি জোমারত আলী ও আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক, হুমায়ুন কবির হিমু, কোষাধ্যক্ষ হাজী আছাদুর রহমান বাবু, দপ্তর সম্পাদক, আলমগীর মন্ডল, প্রচার সম্পাদক, মাসুদল হক খাঁন।

সদস্য হলেন, বীর মুক্তিযোদ্ধা, নজরুল করিম, শাহাবুল ইসলাম জোয়ার্দ্দার, মিরপুর বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, জিয়ানুল হক খাঁন চৌধুরী, রেজাউল করিম, চিথলিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, অধ্যক্ষ মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ, অধ্যক্ষ মিরপুর মহিলা ডিগ্রি কলেজ, সদরপুর দাখিল মাদরাসার সুপার, মহিউদ্দিন আহমেদ, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি, মারফত আফ্রিদি, আমলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মিরপুর পুরাতন বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম মল্লিক, হাজী আনোয়ার হোসেন, মিরপুর কুষ্টিয়া ঢাকা সমিতির সদস্য পোড়াদহ।

কমিটি গঠন শেষে নবগঠিত কমিটির সভাপতি বলেন, মিরপুর উপজেলাকে বাঁচাতে সবাই একসঙ্গে কাজ করে যাব। এজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি। 
 

একুশে সংবাদ/ কু.প্র/এ.জে

Link copied!