কুমিল্লার তিতাস উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কবির হোসেন (২০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ আকালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার উত্তর কোদালকাঠি মন্ডলপাড়া গ্রামের মুফাজ্জল মিয়ার ছেলে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত বাতাকান্দি–মাছিমপুর সড়কে দক্ষিণ আকালিয়া এলাকায় ২৮ মিটার দৈর্ঘ্য ও ৯.৮ মিটার প্রস্থের একটি সেতু নির্মাণকাজ চলছিল। প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে আওয়ামী লীগপন্থী ঠিকাদারি প্রতিষ্ঠান আর আর কনস্ট্রাকশন।
কাজ করার সময় সহকর্মীকে মোটরের বিদ্যুৎ সংযোগ দিতে বলেন রাজমিস্ত্রী কবির। সহকর্মী সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই কবির বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর থেকে ঠিকাদার ও বলরামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁর মোবাইল নম্বরে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ঠিকাদার হিসেবে মোফাজ্জলের সহযোগী হিসেবে আরও যুক্ত আছেন যুবলীগ নেতা আনিসুর রহমান জুয়েল।
উপজেলা প্রকৌশলী শাহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ব্রিজ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরে ছেলেটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।”
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, “আমরা হাসপাতাল থেকে মরদেহ থানায় নিয়ে এসেছি। নিহতের পরিবারের সদস্যরা আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে