AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত



গলাচিপায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন—উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিম আলী, গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিল্টনসহ বৈধ ১৩ জন সার ডিলার ও সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ আরজু আক্তার বলেন, আমন, বোরো ও আউশ মৌসুমে সার ও বীজের চাহিদা পূরণে ডিলারদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। এছাড়া রবিশস্য, তরমুজ, মুগ, বাদামসহ শীতকালীন শাকসবজি উৎপাদনে কৃষকের প্রান্তিক পর্যায়ে সার সরবরাহ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, কোনো ধরনের ভেজাল সার, বীজ, বালাইনাশক কিংবা অনুমোদনহীন কীটনাশক বিক্রি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, "সকল ডিলারকে সরকারের নির্দেশনা অনুযায়ী রুটিন ওয়ার্কের ভিত্তিতে কাজ করতে হবে। সার চোরাচালান, রুট পরিবর্তন করে বেশি দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।"

তিনি আরও জানান, গলাচিপা উপজেলার সার মনিটরিং কমিটির কার্যক্রম ও ডিলারদের সততা দেখে প্রশাসন সন্তোষ প্রকাশ করেছে।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

Link copied!