AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, কর্মকর্তাদের মানববন্ধন



শেরপুরে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের  শিক্ষক, কর্মকর্তাদের মানববন্ধন

ঈদুল আজহার আগেই বেতন-ভাতা প্রদান, নৈতিকতা ও ধর্মীয় মূলবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি দ্রুত অনুমোদনসহ ৫দফা দাবিতে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদের আয়োজনে সারা দেশের ন্যায় শেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।

শনিবার (১৭ মে) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়৷

মানববন্ধনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ শেরপুর জেলা কমিটির সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোবারক হোসেন ৷

অন্যদের  মাঝে বক্তব্য রাখেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মুফতী খলিলুর রহমান, ফিল্ড সুপারভাইজার শহিদুল্লাহ, মাও. মোতাসিম বিল্লাহ, ফিল্ড সুপারভাইজার নজরুল ইসলাম, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাও. মারুফুর রহমান, সদর কমিটির সভাপতি মাও. রফিকুল ইসলাম, শ্রীবরদী কমিটির সভাপতি রফিকুল ইসলাম, ঝিনাইগাতী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, নালিতাবাড়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতী তাওহিদুল ইসলাম প্রমুখ ৷

সদর কমিটির সাধারণ সম্পাদক মাও. আমিনুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মনিরুজ্জামান ৷


বক্তারা বলেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণে মসজিদ ভিত্তিক গণশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা ৫ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময় দাবি করেও তারা বেতন-ভাতা পাননি, খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তারা। অতিদ্রুত দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেন মানববন্ধনকারীরা।
তাদের দাবিগুলো হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গনশিক্ষা (৮ম) পর্যায় প্রকল্পটি দ্রুত অনুমোদনকরে ঈদুল আযহার আগে সকল জনবলের ৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের কর্মকর্তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকারদেরকে স্কেলভুক্ত বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতনভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়,স্মারকলিপি গ্রহন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
 

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

Link copied!