AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ১৩৬টি দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৩:১১ পিএম, ১৭ মে, ২০২৫

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ১৩৬টি দোকান আগুনে পুড়ে  ক্ষতিগ্রস্ত হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকা অনুযায়ী আগুনে পুড়ে যাওয়া দোকানের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬টি। যদি এ তালিকা থেকে পুড়ে যাওয়া কোনো দোকান বাদ পড়ে তাহলে তা পুনরায় যোগ করা হবে।

গত বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৩৬টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে বাজারের মধ্য অংশের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এরপর মুহূর্তে কাপড়পট্টি, বানিয়াপট্টি, গুড়পট্টি, কলাপট্টি, নিমটিপট্টি, ডালপট্টি ও মুরগিপট্টিতে আগুন ছড়িয়ে পড়ে। শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন বাজারের বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ হোসেনের দাবি, আগুনে শ্রীনগর বাজারের ব্যবসায়ীদের প্রায় ৩০ কোটি টাকার মালপত্রের ক্ষতি হয়েছে।


শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় ঘটনাস্থলে গিয়ে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সহায়তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

উপদেষ্টা বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার। তবে আগুনের কারণ নির্ণয় করা সবচেয়ে জরুরি। কারণ নির্ণয়ের বিষয়ে ফায়ার সার্ভিস প্রতিবেদন দেবে। এর পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পর্যায়ক্রমে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আওলাদ হোসেন উজ্জল, কেন্দ্রীয় সাবেক ছাত্রদল নেতা মো. আলমগীর আলম।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ  হোসেন জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

 

 


একুশে সংবাদ/মু.প্র/এ.জে

Link copied!