কাজী নজরুল ইসলামের সৃষ্ট সংগীতচর্চা ও প্রসারে নিবেদিত সংগঠন নজরুল সংগীত শিল্পী পরিষদ এর শেরপুর জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
৮মে কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজিত মোস্তফা ,নির্বাহি সভাপতি ফেরদৌস আরা ও সাধারণ সম্পাদক শহীদ কবির পলাশ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয় ৷
নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আলীমুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ এনামুল হক। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংস্কৃতিক সম্পাদক, প্রচার সম্পাদক,কার্যকরি সদস্য সহ মোট ২১ জন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
জেলার দায়িত্ব প্রাপ্ত শিল্পীগণ বলেন, “নজরুল সংগীত শুধু সংগীত নয়, এটি একটি চেতনার বহিঃপ্রকাশ। তরুণ প্রজন্মকে এই সঙ্গীতের অনন্য মাধুর্য ও প্রতিবাদী সত্তার সঙ্গে পরিচিত করানোর দায়িত্ব আমাদের।”
নবগঠিত কমিটি আগামী তিন বছর জেলার বিভিন্ন স্থানে নজরুল সংগীত প্রশিক্ষণ, প্রতিযোগিতা, গবেষণা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। পাশাপাশি নজরুলের জীবন ও সাহিত্য বিষয়ক সেমিনার ও আলোচনাসভাও আয়োজন করা হবে বলে জানানো হয়।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে