ঝালকাঠির কাঁঠালিয়ায় কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির দায়ে ২৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি চুল্লির ম্যানেজার মো. সেলিম হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকালে কাঁঠালিয়া উপজেলার চেঁচরিরামপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির মাধ্যমে পরিবেশ দূষণ ও বনজ সম্পদের ক্ষতি করে আসছিল একটি চক্র। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৩টি অবৈধ কয়লা তৈরির চুল্লি ধ্বংস করা হয়।
অভিযানে কাঁঠালিয়া থানার পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এ সময় পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং পরিদর্শক মো. আমিনুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। অবৈধ চুল্লি নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে