AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেধায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন তরুণ



মেধায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন তরুণ

“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যে সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নওগাঁ জেলার ৩৬ জন চাকরিপ্রার্থী বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

মাত্র ১২০ টাকার সরকারি ফি দিয়ে অংশ নেওয়া এই প্রার্থীরা কোনো ধরনের তদবির, ঘুষ বা রাজনৈতিক প্রভাব ছাড়াই নিজেদের যোগ্যতার ভিত্তিতে এই অর্জন করেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে নওগাঁ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ৪৪৫ জন প্রার্থী শারীরিক পরীক্ষা, কাগজপত্র যাচাই ও সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হন।
এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬৯ জন, যারা পরবর্তী পর্যায়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা দেন। সবশেষে ৩৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।

ফলাফল ঘোষণার সময় পুলিশ সুপার বলেন,“এই নিয়োগ প্রক্রিয়া ছিল শতভাগ স্বচ্ছ, যেখানে একমাত্র যোগ্যতা ও মেধাই ছিল বিবেচ্য। কোনো তদবির, ঘুষ বা অসৎ উপায় এখানে স্থান পায়নি।”

তিনি আরও বলেন, “যারা উত্তীর্ণ হয়েছেন, তারা প্রকৃত অর্থেই গর্বিত হওয়ার মতো একটি অর্জন করেছেন। ভবিষ্যতে তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের সেবা করার আহ্বান জানাই।”

এই নিয়োগ প্রক্রিয়ার সময় চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজন দালালকে আটক করা হয়।
তাদের কাছ থেকে নগদ টাকা, চুক্তিপত্র, ব্যাংক চেকসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করে মামলা করা হয়েছে।

উক্ত নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শারমিন নেলি, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজ এবং অন্যান্য বোর্ড সদস্যরা।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Shwapno
Link copied!