চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় প্লাস্টিকের বালুভর্তি বস্তা বাঁধা ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকালে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম ও তত্তিপুর শ্মশানঘাট এলাকার মাঝামাঝি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।
পুলিশ জানায়, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলায় শক্তভাবে বাঁধা ছিল বালুর ভর্তি একটি প্লাস্টিকের বস্তা।
ওসি গোলাম কিবরিয়া বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার তদন্ত চলছে।"
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে