AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় মাছের ঘের নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ আহত ৩০


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
০৪:২৩ পিএম, ১৬ মে, ২০২৫

কোটালীপাড়ায় মাছের ঘের নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ আহত ৩০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে মাছের ঘের কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) দুপুরে এই ঘটনা ঘটে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষাপাড়া গ্রামের ইউপি সদস্য ইব্রাহিম ফকির ও একই গ্রামের মোকসেদ আলী ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমিতে মাছের ঘের কাটা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার ইব্রাহিম ফকিরের লোকজন মোকসেদ আলী ফকিরের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তাঁদের উপর হামলা চালানো হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন: জালাল ফকির (৪৫), মেহেদী ফকির (২০), পলাশ ফকির (৩৫), আলামিন ফকির (৩০), রবিউল ফকির (২৫), রিয়াজ ফকির (২২), মিরাজ ফকির (৪৫), সুফিয়ান ফকির (২০), রফিকুল ফকির (৫৫), গাউস ফকির (৩৮), মনিরুজ্জামান ফকির (৪৫), আব্বাস আলী ফকির (৩৫), আকাশ ফকির (১৩), নাসির ফকির (২০) প্রমুখ।

ইউপি সদস্য ইব্রাহিম ফকির বলেন, “আমার জমিতে ঘের কাটা নিয়ে মোকসেদ আলী ফকিরের সঙ্গে পুরোনো বিরোধ রয়েছে। আজ আমার লোকজনকে বিনা উসকানিতে মারধর করা হয়েছে, এতে আমার অন্তত ২৫ জন সমর্থক আহত হয়েছেন।”

অন্যদিকে মোকসেদ আলী ফকিরের ছেলে আলামিন ফকির বলেন, “ইব্রাহিম ফকির আমাদের জমিতে জোর করে ঘের কাটতে গেলে আমরা বাধা দিই। তখনই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।”

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে

Shwapno
Link copied!