চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল মহেশখালীর কালামারছড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ মে) বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর পেয়ে এটি উদ্ধার করেছে বলে জানায়।
এ সময় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার একটি বহুতল ভবনের পার্কিং থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় চোরের অবস্থান শনাক্ত করে। দীর্ঘ অনুসন্ধানের পর কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ছুনয়াপাড়া এলাকার মৃত নুরুচ্ছফার পুত্র মো. নাঈম উদ্দিন (২৭)।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছি। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে