AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা কয়েকদিনের তাপদাহের পর স্বস্তির বৃষ্টি



টানা কয়েকদিনের তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

চুয়াডাঙ্গায় টানা কয়েকদিনের তাপদাহের পর স্বস্তির বৃষ্টিতে জনজীবনে প্রশান্তি এসেছে। ঝড় আর বৃষ্টিতে পাল্টে গেছে চুয়াডাঙ্গার গুমট আবহাওয়া। কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায় তীব্র থেকে অতিতীব্র তাপদাহ অব্যাহত ছিল। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ঝড়ো বাতাস আর বৃষ্টি শুরু হয়। এক পসলা বৃষ্টিতে প্রকৃতি প্রাণ ফিরে পায়। নিমিষেই কমে যায় গরম। কয়েক দিনের প্রতীক্ষার পর আজ বৃষ্টির দেখা মিলল।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা কয়েকদিনের তাপ প্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৪ শতাংশ। এ মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি শুরু হতে থাকে। বৃষ্টি নামার সাথে সাথে গরম কমতে থাকে। জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করে।

চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা আনিসুজ্জামান বলেন, বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা অনেক বেশি। গরমে খুব কষ্ট হচ্ছিল। বাইরে চলাচল করা সম্ভব হচ্ছিল না গরমের কারণে। আজ বৃষ্টি শুরু হলে গরম কমতে থাকে। এক পশলা বৃষ্টিতে গরম কেটে গেছে।

জীবননগর উপজেলার উথলী গ্রামের হাসিবুল ইসলাম বলেন, সূর্যের প্রখরতার কাছে অসহায় হয়ে পড়েছিলাম অনেক দিন। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও চুয়াডাঙ্গাতে বৃষ্টির দেখা মিলছিল না। কষ্টে দিন যাপন করছিলাম। আজকের বৃষ্টিতে প্রশান্তি নেমে এসেছে। আবহাওয়া শীতল হয়েছে।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Shwapno
Link copied!