বুধবার (১৪ মে) বিকেলে পুকুরে গোসল করতে নেমে বন্দর উপজেলার কাজীপাড়া কামড়াব নয়াপাড়া এলাকার সৌদি প্রবাসী আফজাল মিয়ার ছেলে নীরব (১৩) নিহত হয়। সে সোনারগাঁ উপজেলার পঞ্চমী ঘাট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
এলাকাবাসী জানান, নিহত নীরব দুপুরে স্কুল থেকে বাড়ি এসে পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায়। এই সময় ঝড়ে নীরব পানিতে ডুব দিয়ে তীরে উঠতে পারেনি। পরে তার নানা কবির হোসেন পানির নিচ থেকে তাকে উদ্ধার করেন।
প্রথমে স্থানীয় আবুল বাশার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার পূর্বেই নীরবের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, পরিবারের স্বজনদের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পেরেছি। ছেলেটি মৃগী রোগী ছিল, সে বজ্রপাতে মারা যায়নি।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে