পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করলেন পিরোজপুর জেলার তিন কৃতি সস্তান। ১২ মে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৬১তম সমাবর্তন অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানের গ্রাজুয়েট হিসেবে সংবর্ধিত হয়েছেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার শায়খ হাবীবুর রহমান সাইফী আল মাদানী, মঠবাড়িয়া থানার শায়খ হুমায়ুন কবির আল মাদানী এবং স্বরুপকাঠী উপজেলার শায়খ আব্দুর রউফ আল মাদানী।
এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে এ বছর বিশ্বের ১১৪টি দেশের সর্বমোট ৩১২৮ জন শিক্ষার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করে সমাবর্তনে অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনার গভর্নর সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ আলে সৌদ এবং আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. সালিহ আল উকলাসহ বিশ্ব বরেণ্য আলেমগণ।
একুশে সংবাদ/পি.প্র/এ.জে