শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক দুটি অভিযানে ভারতীয় চোরাই জিরা ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ২৪০ কেজি জিরা ও ২৭ পিস ইয়াবা।
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে উপজেলার বরুয়াজানী এলাকার কাকরকান্দি-বাঘাইতলা সড়কের পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় ৮ বস্তায় মোট ২৪০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারিকে আটক করা হয়।
আটক সোহেল রানা (২২), হালুয়াঘাটের গিলাবই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
অন্যদিকে, গত রাতে নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ এলাকায় শহীদ মিনারের পেছনে ভোগাই নদীর পাড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় আল মুক্তাদির মুবিন (২৪) ও আল রিসান (২৩) নামে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা জব্দ করে।
আটককৃত- মুবিন পৌর শহরের উত্তর বাজারের শাহাদত হোসেনের ছেলে ও আল রিসান পশ্চিম রানীগাও এলাকার আনোয়ারুল মঞ্জিলের ছেলে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, উভয় ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে