AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে সালাউদ্দিনের মৃত্যু রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন



সিংগাইরে সালাউদ্দিনের মৃত্যু রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর পালপাড়া গ্রামের মো.সালাউদ্দিনের মৃত্যু রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার দুপুর ১২টার দিকে চর পালপাড়া, চর চান্দহর ও চর চামটা গ্রামের সর্বস্তরের জনগনণর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মো.আজিবর রহমান, মঞ্জরুল আলম, নিহতের মা সখিনা বেগম, ইকবাল হোসেন, তারিকুর রহমান আলাল, তোফাজ্জল হোসেন, মিজানুর রহমান,পল্লী চিকিৎসক শারিমন আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, চান্দহর ইউনিয়নের চর পালপাড়া গ্রামের  মঞ্জুরুল আলমের পুত্র সালাউদ্দিনকে (২৪) গত ১১ এপ্রিল স্থানীয় অনিক গং রাতে ডেকে নিয়ে যায়। 
পরবর্তীতে কৌশলে তাকে আহত করে সড়ক দুর্ঘটনার কথা বলে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় আইসিইউতে চিকিৎসা চলে। পরের দিন  অতিরিক্ত বিলের চিন্তা করে অনিক গং সালাউদ্দিনের বাবাকে হাসপাতালে ডেকে নিয়ে ভূল বুঝিয়ে স্বাক্ষর নিয়ে আইসিইউ থেকে বের করলে তার মৃত্যু হয়।
পরে দ্রুত ময়নাতদন্ত ছাড়াই  তার লাশ বাড়িতে এনে স্থানীয় কবরস্থানে দাফন করেন। ৩ দিন পর অনিকের বাড়ি থেকে ব্লেড দিয়ে কাটা জামা কাপড় ও সালাউদ্দিনের মোবাইল ফোন উদ্ধার করেন এলাকাবাসী। এরপর মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হলে থানা পুলিশের দারস্থ হন নিহতের বাবা।

থানা পুলিশের অসহযোগিতা ও থানায় মামলা না নেয়ায় ভুক্তভোগীর পরিবার মানিকগঞ্জ বিজ্ঞ সিংগাইর আমলি আদালতে একটি সি.আর মামলা নং ৩৫২ (সিং) ২৫ দায়ের করেন। তারই ধারাবাহিকতায় সালাউদ্দিনের মৃত্যুর রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান নিহতের পরিবার ও  এলাকাবাসী।
 

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

Shwapno
Link copied!