চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরি গ্রামে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র রিয়াদকে (১৪) দিনের বেলায় কুপিয়ে খুন করার দায়ে আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
নিহতের স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী এ মানববন্ধন করেন।
বুধবার দুপুর ১২টার সময় আসামিদের বাড়ির সামনে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, দর্শনা থানার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিউল্লাহ, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মো. নাহারুল মাস্টার, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. একরামুল হোসেন, স্কুলের ছাত্রছাত্রীসহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিগণ। বক্তাগণ স্কুলছাত্র রিয়াদ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
উল্লেখ, গত সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার ছয়ঘরি গ্রামে দুটি পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বাইতুল্লার ছেলে মো. হযরত আলীর কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে জিয়াউর রহমান কাজির ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র রিয়াদ হোসেনকে (১৩) দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় মঙ্গলবার ৫ জনকে আসামি করে দর্শনা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত স্কুলৎছাত্রের পিতা।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ তিতুমির জানান, ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। বাকি আসামি ধরার চেষ্টা চলছে।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে