নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মোকাররম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাচঁগাঁও মোল্লাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকাররম মোল্লা ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছিল। এমন সময় মোকাররম তার নিজ বাড়ির গাছ থেকে আম কুড়াতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামাল হোসেন বলেন, “আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “ঘটনার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
একুশে সংবাদ/না.প্র/এ.জে