AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলায় দুর্যোগ সহনশীল ঘর নির্মাণে পিকেএসএফ‍‍`র কর্মশালা অনুষ্ঠিত



ভোলায় দুর্যোগ সহনশীল ঘর নির্মাণে পিকেএসএফ‍‍`র কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস) আয়োজিত দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (১৩ মে) জিজিইউএস হলরুমে সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপক কৃষিবিদ মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজিইউএস-এর পরিচালক এবং আরএইচএল প্রকল্পের ফোকাল পার্সন অ্যাডভোকেট বীথি ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএইচএল প্রকল্পের সহকারী সমন্বয়কারী প্রকৌশলী ফরিদ মুনাফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর সহকারী পরিচালক ও আরএইচএল প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ আনিসুর রহমান টিপু।

কর্মশালায় ঘর নির্মাণের স্থিতিস্থাপক মান, ডিজাইন এবং উপকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশিক্ষণে জিজেইউএস এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর প্রকৌশলী ও স্থানীয় নির্মাতাসহ মোট ২৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দুর্যোগ সহনশীল ঘর নির্মাণের কৌশল, আধুনিক ডিজাইন এবং টেকসই উপকরণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় নির্মাতা ও প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি পাবে, যা দুর্যোগপ্রবণ এলাকায় টেকসই ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পিকেএসএফ এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে পরিচালিত আরএইচএল প্রকল্পের মাধ্যমে ভোলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ সহনশীল ঘর নির্মাণে সহায়তা করা হচ্ছে। এই কর্মশালা দুর্যোগ মোকাবিলায় গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করছেন।

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

Shwapno
Link copied!