AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে শিক্ষকদের নিয়ে মতবিনিময় করলেন অ্যাডভোকেট আসলাম মিয়া



রাজবাড়ীতে শিক্ষকদের নিয়ে মতবিনিময় করলেন অ্যাডভোকেট আসলাম মিয়া

রাজবাড়ী সদর উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে খানখানাপুর সুরাজ মোহিনী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বোর্ডের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আসলাম মিয়া।

এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষকদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মুজিবুর রহমান।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

অ্যাড. আসলাম মিয়া বলেন, বিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে দুটি জেনারেটর দেওয়া হবে। তিনি আরও বলেন, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য আমরা সব সময় পাশে থাকব।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খানখানাপুর সুরাজ মোহিনী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মুন্সি আব্দুল জব্বার।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Shwapno
Link copied!