মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে মো. আনোয়ার হাওলাদার (৩২) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমরার (১২ মে) লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান এই দণ্ডাদেশ দেন।
জানা গেছে, সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালীমান্দ্রা থেকে ওই যুবককে মাদক সেবনের প্রস্তুতিকালে হাতেনাতে আটক করা হয়।
লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আটককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি জনান, দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে