সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা-পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন ও নিয়মিত মালায় দুই মোট পাঁচ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
গ্রেপ্তার আসামিদের ১১ মে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, ১০ মে শনিবার রাতে থানার পুলিশ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে সাবইন্সপেক্টর সাকিব হোসেন, সাবইন্সপেক্টর দিপংকর হালদার, সাবইন্সপেক্টর শাহ আলম, সাবইন্সপেক্টর লুৎফর রহমানের সহযোগিতায় একদল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত হারিছ আলীর পুত্র বাচ্চু মিয়া (৩৫), পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত সুজন মিয়ার পুত্র রুমন মিয়া (২৩), গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জালালাবাদ গ্রামের জলিল মিয়ার পুত্র ইছানুর (২৭), পরোয়ানাভুক্ত আসামি সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতলিয়া গ্রামের মৃত মকরম উল্লাহের পুত্র আনসার আলী (৫২) ও একই গ্রামের আনসার আলীর পুত্র পাবেলকে (২৩) আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে থানা-পুলিশ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, থানা-পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত ২ জন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ৫ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার গ্রেপ্তারদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :