AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তাপদাহে ক্লান্ত পথচারী মাঝে শরবত ও বিস্কুট বিতরণ করলেন বিএনপি নেতা আমিনুল


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৭:৩৩ পিএম, ১১ মে, ২০২৫

তাপদাহে ক্লান্ত পথচারী মাঝে শরবত ও বিস্কুট বিতরণ করলেন বিএনপি নেতা আমিনুল

প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরের পথচারী ও শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে শরবত, ঠান্ডা পানি ও বিস্কুট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম।

রবিবার (১১ মে) দিনভর তিনি নিজ উদ্যোগে গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে এই মানবিক কার্যক্রম পরিচালনা করেন। অধ্যাপক আমিনুল বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত কয়েকদিনের ভয়াবহ তাপপ্রবাহে গোবিন্দগঞ্জ শহরে কর্মরত রিকশা-ভ্যান চালক, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েন। তাদের দুঃখ-কষ্ট কিছুটা লাঘব করতেই আমিনুল ইসলাম এই উদ্যোগ নেন।

সকাল থেকে শহরের পশ্চিম চারমাথা, থানা মোড়, উপজেলা গেট, গোলাপবাগ হাট-বাজার ও উপজেলা চত্বরে বিভিন্ন পয়েন্টে শত শত মানুষকে ঠান্ডা পানি, শরবত ও বিস্কুট সরবরাহ করা হয়। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও তাকে সহায়তা করেন।

এ বিষয়ে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, “মানুষের কষ্ট লাঘব করাই রাজনীতির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। প্রচণ্ড গরমে যারা কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

এমন মানবিক উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন পথচারী ও শ্রমজীবী সাধারণ মানুষ।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

Shwapno
Link copied!