ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দক্ষিণ তারুয়া এলাকা থেকে ১টি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-৯-এর সদস্যরা।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক আভিযানিক দল জেলার আশুগঞ্জ থানাধীন শরীফপুর ইউপির দক্ষিণ তারুয়া এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি রিভলবার ও এবং ২ রাউন্ড গুলিসহ ইমান উদ্দিন (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামি ঐ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আসামির কাছ থেকে জব্দকৃত আলামতসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :