দীর্ঘ ১৭ বছর পর কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ২৫৩ ভোট পেয়ে অ্যাভোকেট মঞ্জুর কাদের বাবুল খান সভাপতি এবং ২৬০ ভোট পেয়ে মিজানুর রহমান রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ্যাড. মঞ্জুর কাদের বাবুল খান উপজেলা বিএনপির আহ্বায়ক ও মিজানুর রহমান রতন যুগ্ম আহ্বায়ক ছিলেন। ব্যালটের মাধ্যমে হওয়া এ নির্বাচনে ৪৭৬ জন ডেলিগেট ও কাউন্সিলর ভোট দেন।
শনিবার (১০ মে) সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বালিজুড়ী এফএম উচ্চ বিদ্যালয়ে সাতটি কক্ষে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এর আগে দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশনা, পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সম্মেলনে অংশ নেন।
জানা গেছে, সম্মেলনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে সভাপতি প্রার্থী অ্যাড. মঞ্জুর কাদের বাবুল খান ২৫৩ ভোট, ফায়েজুল ইসলাম লাঞ্জু ২২৩ ভোট পেয়েছেন এবং সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান রতন ২৬০ ভোট ও আব্দুল মান্নান ২১৫ ভোট পেয়েছেন।
দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের এই প্রক্রিয়া বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। এ নির্বাচনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খান। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার বদরুদুজোহা বাদল, জেলা বিএনপির উপদেষ্টা ফায়েজুল ইসলাম লাঞ্জু, জিল্লুর রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, ধর্ম বিষয়ক সহসম্পাদক মাসুদ খান, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল প্রমুখ।
উল্লেখ্য, ২০০৯ সালের সম্মেলনে ফায়েজুল ইসলাম লাঞ্জু সভাপতি ও মাসুদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০২০ সালে আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহ্বায়ক হন মঞ্জুর কাদের বাবুল খান এবং যুগ্ম আহ্বায়ক হন আব্দুল মান্নান, মিজানুর রহমান রতন ও জিয়াউর রহমান জিয়া।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :