চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, সকালে তিনি জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা সন্দেহবশত তাকে আটক করেন। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিরুদ্ধে দর্শনা থানায় একটি নিয়মিত মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরপর তাকে গ্রেফতার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তিনি থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
চুয়াডাঙ্গা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানাও গোলাম মোর্তুজার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :