AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতারা



সরিষাবাড়ীতে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতারা

জামালপুরের সরিষাবাড়ীতে দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করলেন উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা। রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে মহাদান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ী গ্রামের রইচ উদ্দিনের ৩২ শতক ও রঘুনাথপুর উত্তরপাড়া গ্রামের আবুল কাশেমের ১৬ শতক জমির ধান কেটে দেন তারা।

উদ্যোগটির উদ্বোধন করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবদুল মজিদ। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এর নির্দেশে এই স্বেচ্ছাশ্রম কার্যক্রম শুরু হয়েছে।“সংগ্রাম ও অর্জনের ইতিহাসে কৃষক জাতির অবিচ্ছেদ্য অংশ। সেই ধারাবাহিকতায় কৃষকের পাশে থাকাই আমাদের অঙ্গীকার,” — বলেন মজিদ।

ধান কাটা শেষে কৃষকের বাড়িতে পৌঁছে দেয় নেতাকর্মীরা। সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানান কৃষক রইচ উদ্দিন ও আবুল কাশেম। তারা বলেন, “ক্ষেতে ধান পাকলেও শ্রমিক সংকটে কাটতে পারছিলাম না। কৃষক দলের নেতারা এগিয়ে এসে আমাদের বড় উপকার করেছেন।”

এই সময় উপস্থিত ছিলেন কৃষক দলের উপজেলা সদস্য সচিব আল আমিন শেখ, এবং নেতাকর্মী খোরশেদ আলম, সোহেল মিয়া, জাহাঙ্গীর হোসেন, জালাল উদ্দিন, নজরুল ইসলাম, ময়েন উদ্দিন, আলতাফ আলী ও আব্দুল জলিল।

স্থানীয়ভাবে প্রশংসিত এই উদ্যোগে কৃষকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উপজেলা কৃষক দল।

 

একুশে সংবাদ/জা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!