শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন “চ্যানেল ২৪”এর অফিস পরিদর্শন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (১০ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৮২ ও ৮৩ তম ব্যাচের মোট ২৩ জন শিক্ষার্থী এই শিক্ষামূলক পরিদর্শনে অংশ নেন। পরিদর্শনটি তত্ত্বাবধান করেন বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া আসাদি, সঙ্গে ছিলেন সহকারী অধ্যাপক শবনম জান্নাত এবং তানিয়া সুলতানা।
শিক্ষার্থীরা চ্যানেল ২৪-এর নিউজরুম, ভিডিও এডিটিং ইউনিট, প্রোডাকশন কন্ট্রোল রুম (PCR), গ্রাফিকস বিভাগ, ডিজিটাল কনটেন্ট ডিপার্টমেন্ট, মাস্টার কন্ট্রোল রুম (MCR)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে তারা সংবাদ তৈরির কাজ সরাসরি দেখেন।
পুরো পরিদর্শন পর্বটি ঘুরে দেখান চ্যানেল ২৪-এর এসাইনমেন্ট এডিটর মাকসুদুন নবী, যিনি শিক্ষার্থীদের সংবাদ তৈরির প্রতিটি স্তর- রিপোর্টিং, স্ক্রিপ্টিং, এডিটিং এবং সম্প্রচারের মধ্যে সংযোগ কিভাবে কাজ করে তা তুলে ধরেন। এবং সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও টেকনিক্যাল টিমের সদস্যরাও প্রত্যেকটি ইউনিটের কাজের ধারা, প্রযুক্তি ব্যবহারের কৌশল ও সংবাদ তৈরির বিভিন্ন স্তর সম্পর্কে ধারণা দেন।
পরিদর্শনের শেষে চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ নাসের কনফারেন্স রুমে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের সাংবাদিকতার বাস্তবতা, চ্যালেঞ্জ ও নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনা দেন। এছাড়াও শিক্ষার্থীদের নানা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে নানা বিষয়ে প্রশ্ন করেন, যার উত্তর দিয়ে অভিজ্ঞ সাংবাদিকরা তাদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পরামর্শ দেন।
পরিদর্শন শেষে শিক্ষার্থীরা জানান, ক্লাসরুমে শেখার পাশাপাশি টেলিভিশন সাংবাদিকতার প্রাকটিক্যাল দিকগুলো কাছ থেকে দেখা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। নিউজ প্রোডাকশন থেকে সম্প্রচার পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখার সুযোগ আমাদের চোখ খুলে দিয়েছে।
সফরে আরও একটি দারুণ সংযোগ ঘটে এই সফরে— চ্যানেল ২৪-এ কর্মরত কয়েকজন স্টামফোর্ড গ্র্যাজুয়েটের সঙ্গে দেখা হয় শিক্ষার্থীদের। এ যেন ভবিষ্যতের পথে এক বাস্তব আলাপ।
একুশে সংবাদ/রং.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :