নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের নারী সিআইসির অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ছাড়ার দায়ে একই পদের সহকর্মী সাফিউলদৌলা নামের একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার দুড়দুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সাফিউলদৌলা নর্থ বেঙ্গল সুগার মিলের ইক্ষু ক্রয় কেন্দ্রে সিআইসি পদে চাকরি করেন বলে জানা গেছে। জানা যায়, নারী সিআইসি ও একই পদের সহকর্মী সাফিউলদৌলার অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান বলেন, আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :