ব্রাহ্মণবাড়িয়ায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৯ মে) রাত ১০টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৬০৩ নম্বর মালবাহী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করে যাওয়ার পর পৈরতলা রেলক্রসিংয়ের সামনে একটি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনার ফলে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. শাকির জাহান। তিনি আরও জানান, দুর্ঘটনার পর আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ডাকা হয়েছে এবং সেটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এ ঘটনায় যাত্রীবাহী ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :