চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ-এর স্বপদে পুনর্বহালের চেষ্টা প্রতিহত করতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নারায়ণহাট বাজারে শতাধিক মানুষ অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক ঘুরে শেষ হয় মানববন্ধন স্থলে।
বক্তারা অভিযোগ করে বলেন, “চেয়ারম্যান আবু জাফর মাহমুদ গত ১৬ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে জুলুম-নিপীড়ন ও হয়রানি চালিয়েছেন। স্থানীয় জনগণের ওপর মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি করতেন তিনি।”
মানববন্ধনে বক্তব্য দেন: মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ শফি, মোহাম্মদ বোরহান, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ ফারুকসহ এলাকার বিশিষ্টজনেরা।
তারা বলেন, “আবু জাফরের নেতৃত্বে নারায়ণহাট ইউনিয়নে দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্বের রাজত্ব কায়েম হয়েছিল। তাকে পুনর্বহালের যে কোনো প্রয়াস আমরা কঠোরভাবে প্রতিহত করব।”
এসময় বক্তারা অভিযোগ করেন, আবু জাফর একসময় উত্তর ফটিকছড়ির আলোচিত সন্ত্রাসী আবু তৈয়ব ও নাজিমের প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভবিষ্যতে ইউনিয়নে কোনো অবিচার ও অনিয়ম বরদাশত করা হবে না।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :