জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল আজিমকে মনোনীত করে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৮ মে) কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্সের সভাপতি কে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার (রবি) স্বাক্ষরিত প্যাডে এই কমিটি অনুমোদন দেওয়া হয় বলে নিশ্চিত করেন জেলা নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফরুল ইসলাম। সহ-সভাপতি পদে রয়েছেন নুর জাহান হ্যাপি, আব্দুর রাজ্জাক, উৎপল কুমার বাবু, সঞ্জয় কুন্ড, মহসিন আলী, রফিকুল ইসলাম, গাউছার আজম শামীম ও মো. মেশকাত।
সাংগঠনিক দায়িত্বে রয়েছেন মুন্নি আরা (সাংগঠনিক সম্পাদক) ও তার সহকারীরা — সোয়াইব হোসেন, মামুনুর রশিদ, খোকন, নীরব সরকার প্রমুখ। দপ্তর, প্রচার, কোষাধ্যক্ষ, আইন, মানবাধিকার, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, সাংস্কৃতিক, পরিবেশ, সমাজকল্যাণ, শিক্ষা, যোগাযোগ ও স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিয়োগ পেয়েছেন।
নারী নেতৃত্বে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে ফেরদৌসী বেগম এবং সহ-সম্পাদক বর্ণা পারভীন রয়েছেন।
কমিটিতে আরও রয়েছেন নয়জন কার্যকরী সদস্য: শফিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মাসুম বিল্লাহ, সোহেল রানা, নূর আলম, নাঈম ইসলাম, শাহানুর হোসেন, কামরুজ্জামান এবং রুহুল আমিন।
নেতৃবৃন্দ জানান, আগামী দুই বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে এবং জেলার রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/জ.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :