জীবননগরে ইজিবাইক গাড়ির সাথে পাটবোঝাই ট্রাকের ধাক্কায় একই পরিবারে ১ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৩টায় জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সাথী অটো রাইসমিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফুশিয়ার রহমান মন্ডল (৭৫) জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের মসজিদ পাড়ার মৃত এরাদ আলী মন্ডলের ছেলে। এই ঘটনায় নিহত ফুশিয়ার রহমানের তিন মেয়ে ও এক নাতি আহত হয়েছেন।
আহতরা হলেন, ফুশিয়ার রহমানের বড় মেয়ে কোটচাঁদপুর উপজেলার এলাংগী গ্রামের ফজের আলীর স্ত্রী শান্তহার (৫০), কালীগঞ্জ উপজেলার সাতমাইল গ্রামের বাবলু মিয়ার স্ত্রী সোনাহারা (৪৫), কোটচাঁদপুর পৌরসভার মাদ্রাসা পাড়ার আব্দুল জব্বারের স্ত্রী লিমা খাতুন (৩০) ও তার ছেলে নীরব হোসেন (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তিন মেয়ে ও নাতিকে সাথে নিয়ে ইজিবাইকে করে জীবননগর থেকে কালীগঞ্জে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন ফুশিয়ার রহমান।
পথিমধ্যে সাথী অটো রাইসমিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাটবোঝাই উঁচু ট্রাক (চুয়াডাঙ্গা ট ১১-০২৬২) ওপরে গাছের ডালের সাইড দিতে গিয়ে ইজিবাইকের উপর ট্রাক চাপিয়ে দেয়। এতে ইজিবাইকে থাকা সকল যাত্রী গুরুতর আহত হন। এই ঘটনায় ইজিবাইকে থাকা ফুশিয়ার রহমান ঘটনাস্থলে মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জীবননগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। আহতরা এখনো পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :