যক্ষ্মা, আইন সহায়তাসহ একাধিক মানব কল্যাণমূলক কাজ করে থাকে ব্র্যাক। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ব্র্যাকের লোনি গ্রাহকের মাঝে বীজ বিতরণ করে সংস্থাটি।
জানা যায়, ব্র্যাক প্রতিষ্ঠার পর থেকে যক্ষ্মা, আইন সহায়তাসহ একাধিক মানব কল্যাণমূলক সামাজিক কাজ করে আসছে সংস্থাটি। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ব্র্যাকের লোনি গ্রাহকের মাঝে বীজ বিতরণ করে সংস্থাটি।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এই জোনের এরিয়া ম্যানেজার জুলিয়া পারভীন, কোটচাঁদপুর শাখার শাখা ব্যবস্থাপক ভোলানাথ মন্ডল, অফিসের হিসাবরক্ষক ফিরোজ আহমেদ।
ওই সময় সংস্থার পক্ষ থেকে নিজস্ব ফার্মের লাল শাক, ডাঁটা শাক ভেন্ডি, মিষ্টি কুমড়া, করলা, শশাসহ বিভিন্ন ধরনের সবজির বীজ ব্র্যাকের লোনি গ্রাহকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
মানুষের সবজি চাষে উদ্বুদ্ধকরণ ও আয় বৃদ্ধিতে বীনামূল্যে ওই সবজির বীজ বিতরণ করা বলে জানিয়েছেন ব্র্যাকের কোটচাঁদপুর শাখার শাখা ব্যবস্থাপক।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :