"ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ" — এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় জাটকা সংরক্ষণ উপলক্ষে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) বিকেল ৪টায় বড়াকোঠা ইউনিয়নের চথলবাড়ী বাজারে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২০২৪-২৫ অর্থবছর, ১ম সংশোধিত) এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এবং সঞ্চালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ চন্দ্র নাগ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন —উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আলাউদ্দিন,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম,ফেডারেশন সভাপতি এসডিএফ মোঃ মোরশেদ মৃধা,ব্যবস্থাপক এসডিএফ রুস্তম আলী,উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ মাহবুব আলম,জেলেদের পক্ষে বক্তব্য দেন মোঃ মানিক খান।
বক্তারা বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৮ মাস জাটকা সংরক্ষণ মৌসুমে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা মেনে চলা না হলে ইলিশের উৎপাদন হুমকিতে পড়বে এবং ভবিষ্যৎ প্রজন্ম ইলিশ মাছ থেকে বঞ্চিত হবে।
সভায় জেলেদের জাটকা নিধন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি জনসচেতনতা বাড়াতে এবং মৎস্য সম্পদ সংরক্ষণের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জেলেরা জাটকা সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আরও বেশি অবগত হবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :