AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও মিষ্টি তৈরির দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা



বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও মিষ্টি তৈরির দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও মিষ্টি তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ মে) উপজেলার খাদ্য গুদাম ও আলো সুইটসের কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, উপজেলা সদরের খাদ্য গুদামের পাশে অবৈধভাবে আইসক্রিম উৎপাদন এবং নকল মোড়ক ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের নাম (কোয়ালিটি, ইগলু, পোলার, হ্যাজেলনাট) ব্যবহার করে আইসক্রিম সরবরাহ করা হচ্ছিল। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়া সত্ত্বেও এই ব্যবসা চালানো হচ্ছিল। এ অপরাধে উত্তম চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে অবৈধভাবে উৎপাদিত সকল আইসক্রিম ধ্বংস করা হয়।

অপরদিকে, আলো বেকারি এ্যান্ড সুইটস নামে একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি উৎপাদন করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মালিক মো: জাহাঙ্গীর আলমকে জরিমানা করা হয় এবং অস্বাস্থ্যকর বিবেচনায় মিষ্টির শিরা ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, "নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, নকল মোড়ক ব্যবহার এবং জনস্বাস্থ্যের ক্ষতিকর আইসক্রিম তৈরি করায় জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Link copied!