মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে কিতাব আলী (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৭ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৩ মে) সকাল ৯টার দিকে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে কিতাব আলী ও তার ভাই কোরান আলীর মধ্যে জমি নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুই পরিবারের সদস্যদের মধ্যেও কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পরে কোরান আলীর ছেলে সাকিল (২৫) বাড়ি ফিরে এসে নতুন করে ঝগড়া শুরু করে।
ঘটনার এক পর্যায়ে সাকিল বাঁশের লাঠি দিয়ে কিতাব আলীর মাথায় আঘাত করেন। এতে কিতাব আলী গুরুতর আহত হন। প্রথমে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চারদিন ধরে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।
সাটুরিয়া থানা পুলিশের উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) আরিফ খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত সাকিল ঘটনার পর থেকেই পলাতক।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :