AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে পৃথক অভিযানে ২৫ লাখ টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ৪


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৪:০৩ পিএম, ৭ মে, ২০২৫

সাভারে পৃথক অভিযানে ২৫ লাখ টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ৪

ঢাকার সাভারে পৃথক অভিযানে তিন দস্যু ও গাজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অপর এক মাদক কারবারি পালিয়ে গেলে তার বাসা থেকে ২৫ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়।

বুধবার (৭ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর।

এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের চুনারচরের তালতলার মোড় থেকে তিনজন দস্যু, উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মধ্যপাড়ার তুষার চৌধুরীর বাড়ি থেকে গাঁজাসহ একজন ও সাভারের কোন্ডার দাসপাড়া এলাকা থেকে হেরোইনসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দস্যুরা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কোকরাবুশি গ্রামের মো. মুসা মিয়ার ছেলে মো. মনির (২২), যশোর জেলা সদরের ওহিদপুর গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে ওহিদুল ইসলাম আরিফ (২০) ও ভোলা জেলার লালমোহন থানার দেবীচর গ্রামের মো. আল-আমিনের ছেলে মো. হৃদয় (২১)। তারা সাভারের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

এছাড়া গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মৃত রতন আলীর ছেলে মো. ফালান (৪৫)। তাদের কাছ থেকে দস্যুতায় ব্যবহার করা চাপাতি ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চাপাইনবাবগঞ্জ জেলা সদর থানার বাগডাঙ্গা গ্রামের আফজাল হোসেনের ছেলে জোহারুল ইসলাম পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চুনারচরের তালতলার মোড়, কাউন্দিয়া ইউনিয়নের মধ্যপাড়ার তুষার চৌধুরীর বাড়ি ও সাভারের কোন্ডার দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চুনারচরের তালতলার মোড় থেকে তিনজন দস্যু, কাউন্দিয়া ইউনিয়নের মধ্যপাড়া থেকে গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সাভারের কোন্ডার দাসপাড়া এলাকা অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জোহারুল নামের এক মাদক কারবারি পালিয়ে যায়। তবে তার ভাড়া বাসা তল্লাশি করে ২৫ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, দস্যুতা ও মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স। এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সাথে পলাতক জোহারুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। 
 

 

একুশে সংবাদ/সা.প্র/এ.জে

Shwapno
Link copied!