কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় রোহিঙ্গাসহ ৩০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। বুধবার (৭ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বুধবার ভোররাতে বাংলাদেশে পুশইন করে দেয়। বিষয়টি টের পেয়ে বিজিবির রৌমারী বিওপির টহলরত সদস্যরা ২৭ জনকে আটক করে। পরে রৌমারী থানা পুলিশ আরও তিনজনকে আটক করে।
রৌমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা জানান, আটককৃতদের মধ্যে ২১ জন রোহিঙ্গা এবং ৯ জন বাংলাদেশি নাগরিক। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :