AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন



মুকসুদপুরে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ বাস্তবায়ন করছে মুকসুদপুর উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “গ্রাম পুলিশের দায়িত্ব ও দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম. এ. নাইম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার, সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. মশিউর রহমান মিন্টু শরীফ, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদ, দৈনিক যুগের সাথী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আমজাদ হোসেন আমোদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ও প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ খান রাজু এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি পারেশ বিশ্বাসসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

একুশে সংবাদ/মু.প্র/এ.জে

Shwapno
Link copied!