ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিন্দীয়া গ্রামে হাফেজ সবুজ হোসেন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে বলৎকারের চেষ্টা করার অভিযোগ উঠেছে। রাজাপুর গ্রামের ১৫ বছর বয়সী কিশোর সাকিব হোসেন এ অভিযোগ করেন। সোমবার (৫ মে) সন্ধ্যায় হরিন্দীয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, হাফেজ সবুজ বেশ কিছুদিন ধরেই সাকিবকে সমকামিতার কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় জমির ফসল দেখতে গেলে হঠাৎ সবুজ তাকে একা পেয়ে জোরপূর্বক বলৎকারের চেষ্টা করে। সাকিবের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সবুজ পাশের একটি পুকুরে লাফ দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে সবুজের পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে সাকিবের পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশী সজিব এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। এলাকাবাসী বলছে, হাফেজ সবুজ পূর্বেও এমন একাধিক ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং আগের এক ঘটনায় স্থানীয়ভাবে টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা হয়েছিল বলে দাবি করেন তারা।
সবুজের বাবা ডাক্তার শুকুর আলী বলেন, “আমার ছেলেকে তারা ল্যাংটা করে পিটিয়েছে। শুনেছি বলৎকারের চেষ্টা করেছে, তবে কতটুকু সত্য-মিথ্যা বলতে পারি না। থানায় অভিযোগ করতে গিয়েছিলাম, তবে গ্রাম্য মাতব্বরদের আশ্বাসে ফিরে এসেছি।”
ভুক্তভোগী সাকিব বলেন, “ঘটনার পর থানায় অভিযোগ করতে গিয়েছিলাম, কিন্তু এলাকার লোকজন বলেছে তারা বিষয়টি মীমাংসা করবে, তাই ফিরে আসি।”
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, “এটি প্রথম আপনার কাছ থেকেই শুনছি। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তবে শুনেছি উভয় পক্ষই থানায় এসেছিল, কিন্তু স্থানীয় মাতব্বরদের কথায় অভিযোগ না করে ফিরে গেছে।”
প্রকাশযোগ্য মন্তব্য: এ ধরনের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টায় ধামাচাপা পড়লে ন্যায়বিচার ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :