ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গণ অধিকার পরিষদের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে পীরগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুস সোবহান। বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল হক, পৌর শাখার সভাপতি আলমগীর কবির জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান এবং ধর্ম বিষয়ক সম্পাদক মামুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অধ্যাপক আব্দুস সোবহানকে আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তারা বলেন, “সৎ, শিক্ষিত ও সংগ্রামী নেতৃত্বই গণ অধিকার পরিষদের মূল শক্তি, এবং আব্দুস সোবহান সে মানদণ্ডে উত্তীর্ণ।”
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :