AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেওয়ানগঞ্জে হরিণের কস্তুরী ও ভারতীয় প্রসাধনীসহ একজন গ্রেপ্তার



দেওয়ানগঞ্জে হরিণের কস্তুরী ও ভারতীয় প্রসাধনীসহ একজন গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ পথে হরিণের কস্তুরী ও ভারতীয় প্রসাধনীসহ একজনকে আটক করেছে জামালপুরের ৩৫ বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানায়,গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বাঘারচর ৩৫ বিজিপির বিওপির একটি টহল দল বাংলাদেশ ভারত সীমান্তের ১০৭৪/৯নং পিলারের কাছাকাছি, দক্ষিণ মাখনেরচর নামক স্থান থেকে আব্দুল মতিন নামে এক যুবককে আটক করে।

পরে দেহ তল্লাশি করে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, হরিণের ৬টি মৃগনাভি কস্তুরী, ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  আটককৃত আব্দুল মতিন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নতুন বেপারীপাড়া গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। উদ্ধারকৃত মালামাল সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। পরে ৩৫ বিজিবি সদস্যরা আটককৃত আব্দুল মতিনকে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, মঙ্গলবার (৬ মে) আটককৃত আব্দুল মতিনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/জা.প্র/এ.জে
 

Shwapno
Link copied!