যশোরে সৎ মাকে গলা কেটে হত্যা মামলার প্রধান অভিযুক্ত বরকত আলীকে (১৬) গ্রেপ্তার করেছেন র্যাব-৬এর সদস্যরা। হত্যাকাণ্ডের ৬ মাস পূর্বে রোকন আলী দ্বিতীয় স্ত্রী রিক্তা খাতুনকে বিয়ে করেন।
রিক্তা বেগমের আগের সংসারে একটি মেয়ে রয়েছে। তবে রোকন আলীর প্রথম স্ত্রী ও তার ছেলে বরকত আলীর এই বিয়ে মেনে নিতে পারেননি বলে স্থানীয়রা জানান।এ নিয়ে পরিবারের মাঝে বিয়ের পর থেকে বিরোধ চলে আসছিল।
চলতি বছরের গত ৯ এপ্রিল সকালে পারিবারিক কলহের জেরে বরকত আলী তার সৎ মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। নিহত রিক্তা বেগমের ভাই চৌগাছা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত বরকত আত্মগোপনে চলে যায়।
র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় যশোর সদরের পাসপোর্ট অফিস এলাকা থেকে বরকতকে গ্রেপ্তার করেন। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়।
একুশে সংবাদ/য.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :